১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

কাতারে আরো একদল সেনা পাঠিয়েছে তুরস্ক সরকার

আন্তর্জাতিক ডেস্ক:

কাতারে আরো একদল সেনা পাঠিয়েছে তুরস্কের সরকার। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার যখন চরম উত্তেজনা চলছে তখন নতুন করে এ পদক্ষেপ নিল তুরস্ক। তবে নতুন করে কত সেনা পাঠানো হয়েছে তা জানা যায়নি।

কাতারের রাজধানী দোহায় আল উবেইদ বিমান ঘাঁটিতে সেনারা পৌঁছেছেন বলে ঘোষণা দিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে, দেশটিতে যেসব তুর্কি সেনা মোতায়েন করা হয়েছিল, তারাও নতুন এই বাহিনীর সঙ্গে যোগ দেবে বলে খবর পাওয়া গেছে। তারিক বিন জিয়াদ ঘাঁটিতে আগের সেনা মোতায়েন রয়েছে।

কাতার ও তুরস্কের মধ্যে ২০১৪ সালের একটি চুক্তির ভিত্তিতে দু’দেশ কাতারে একটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। গত জুন মাসে ওই ঘাঁটিতে প্রথমবারের মতো সেনা পাঠায় তুরস্ক।

গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই কাতারের পক্ষে অবস্থান নেয় তুরস্ক। এই ঘটনার পরপরই কাতারে আরও সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয় তুরস্ক।

এছাড়া, কাতারের সহায়তায় ইরান খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ১০:২৮ পূর্বাহ্ণ