১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

মুক্তিযুদ্ধের নাটকে জোভান-মেহজাবিন

বিনোদন ডেস্ক:
বিজয়ের মাস উপলক্ষে সম্প্রতি মুক্তিযুদ্ধভিত্তিক একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন জোভান ও মেহজাবিন চৌধুরী। ‘এখনো আঁধার’ শিরোনামের এ টেলিফিল্মটি রচনা করেছেন হাছান মুহাম্মদ তারেক ও পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।
বিজয় দিবসে এটি প্রচারের কথা থাকলেও কিছু জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি। তবে নতুন বছরে অর্থাৎ ৫ জানুয়ারি বিকাল ৩টায় একটি বেসরকারী টিভি চ্যানেলে টেলিছবিটি প্রচার হবে।
মেহজাবিন জানান, ‘টেলিফিল্মটির গল্প আমার ভালো লেগেছে। মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনী রয়েছে। সেই অজানা কাহিনীর সূত্র ধরেই এ সময়ের প্রেক্ষাপটের দুটি ছেলে- মেয়ের প্রেমের গল্প এটি। আমার সর্বোচ্চটা দিয়ে অভিনয়ের চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। ’
টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন- খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু, শেলী আহসানসহ আরও অনেকে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ৮:৫৭ অপরাহ্ণ