১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

আগামীকাল মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। এ ম্যাচের ফলাফলের দিকে চেয়ে আছে বাংলাদেশ। কারণ, এ ম্যাচে নিউজিল্যান্ড হেরে গেলে সিরিজের শেষ ম্যাচে জয় পেলেই শিরোপা জিতবে বাংলাদেশ। যে কারণে ম্যাচটি তিন দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। ডাবলিনের মালাহিডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল জয় পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে নিউজিল্যান্ড। আর যদি কিউইরা হেরে যায়, তবে চ্যাম্পিয়ন হবার দারুন এক সুযোগ থাকবে বাংলাদেশের। তখন সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে টাইগারদের। এছাড়া আগামীকালের ম্যাচটি ড্র বা পরিত্যক্ত হলেও শেষ ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৭ ৯:২৫ অপরাহ্ণ