নিজস্ব প্রতিবেদক:
অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হকসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। বুধবার পাঠানো নোটিশে তাদের বৃহস্পতিবার সকাল নয়টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
ওয়াহিদুল হক ছাড়া ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান ও শামিম আহমেদ চৌধুরী এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালসহ মোট নয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।
দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়েছে, সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে অর্থ পাচারে জড়িত রয়েছেন ওয়াহিদুল হকসহ ব্যাংকটির উচ্চ পর্যায়ের একটি টিম।
দৈনিক দেশজনতা /এন আর :