২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০০

১ লা জানুয়ারি বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি ‘বই উৎসব’ এর উদ্বোধন করবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জানুয়ারি, রোববার ঢাকার আজিমপুর গভ. গার্লস হাইস্কুলে কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয় বই উৎসব উদযাপন করবে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে উৎসব করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

জানা গেছে, আগামী ২০১৮ শিক্ষাবর্ষে মোট ৩৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৯৪৯ কপি পাঠ্যবই বিতরণ করা হবে। এর মধ্যে মাধ্যমিক স্তরের বই ২৪ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার ৪২৮ কপি এবং প্রাথমিক স্তরের বই ১১ কোটি ছয় লাখ এক হাজার ৫২১ কপি।

এরই মধ্যে দেশের প্রায় সব উপজেলায় পৌঁছে গেছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই।

দৈনিক দেশজনতা /এন আর :

 

 

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ৬:০৮ অপরাহ্ণ