১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিক রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের আরও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির আদালত। দুই সাংবাদিককে গ্রেপ্তারের পর আজ বুধবার তাদের প্রথমবারের মতো জনসমক্ষে আদালতে হাজির করা হলো। খবর বিবিসির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সেজন্য তাদের অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেপ্তার করা হয়। দু’জনই মিয়ানমারের নাগরিক।

আটককৃত সাংবাদিকদের একজন বলেন, অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটা সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোনো ভুল করিনি। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দু’জন পুলিশ কর্মকর্তাকেও আটক করা হয়েছিল। তবে তাদের আদালতে উপস্থাপন করা হয়নি। রয়টার্স বলছে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাদের প্রতিনিধিরা কোনো ভুল করেনি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ৪:৫৩ অপরাহ্ণ