২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৭

পিছিয়ে নেই তরুণী রোভাররাও

নিজস্ব প্রতিবেদক:

স্কাউটিংয়ে শুধু তরুণরাই নয় কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে তরুণীরাও। সুদূর জয়পুরহাট থেকে টিম নিয়ে এসেছেন সিনিয়র উপদল নেতা রুবাইয়া আক্তার। তিনি কালাই মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তার দলে আটজন। এদেরকে নেতৃত্ব দিচ্ছেন রওশন আরা।

কলেজে নিয়মিত রোভার স্কাউটিং করেন রুবাইয়া। গ্রুপ মিটিং, ডে-ক্যাম্প থেকে শুরু করে স্কাউটিংকে ধারণ করেন মনেপ্রাণে। প্রতি শনিবার কলেজের স্কাউটদের সঙ্গে বৈঠকে বসেন। এ কাজে তাকে সহায়তা করেন একই কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিকা রাণী বর্মন।

এদের সঙ্গে ২৭ ডিসেম্বর বুধবার সকালে গাজীপুরের রোভার পল্লীতে কথা হয় এই প্রতিবেদকের। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এখানে শুরু হয়েছে অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট ২০১৭। মনিকার কাছে জানতে চাওয়া হয়েছিল পড়াশোনার পাশাপাশি স্কাউটিং মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কী ভূমিকা রাখে? জবাবে মনিকা ঢাকাটাইমসকে বলেন, আমি মনে করি, আদর্শ মানুষ হওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীর স্কাউট করা উচিত। স্কাউটিং শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা শেখায়। মানুষের সেবা করা, কারো বিপদে এগিয়ে যাওয়া, মানুষকে সহযোগিতার হাত বাড়ানোসহ যেকোন ভালো কাজের শিক্ষায় স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞান বিভাগে পড়াশোনার চাপ বেশি। তাই পড়ার পাশাপাশি স্কাউটিং চর্চা করে পড়াশোনার ব্যাঘাত ঘটে কি না? এমন প্রশ্নের জবারে মনিকা বলেন, যতটা সময় স্কাউটিংয়ে ব্যয় হয় সে সময়টা আমরা গল্প গুজবে কাটাতাম। এখন গল্পগুজব না করে মানুষ হওয়ার ব্রত নিয়ে আমরা নতুন কিছু শিখতে পারছি। আমি আশা করছি এই শিক্ষা ভবিষ্যতে আমার কর্ম জীবনকেও প্রভাবিত করবে।

অষ্টাদশ রোভার মুটে এসে তাঁবুকে রুবাইয়ারা সাজিয়েছেন আপন সাজে। স্যাঁতস্যাঁতে মেঝেকে  রাত্রীযাপনের উপযোগী করেছেন। নিজেরাই টাঙ্গিয়েছেন ব্যানার। তাঁবুর চারপাশটাও সাজিয়ে নিয়েছেন নিজেদের এলাকার ঐতিহ্য দিয়ে। চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত তারা।

এসব তরুণী স্কাউটরা নিজেরাই বাজার করছেন। রান্না করছেন। ডিসপ্লে এবং চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন। স্কাউটিংকে নারী পুরুষের বৈষম্যতে রাখতে নারাজ তারা।  স্লিপিং ব্যাগসহ নিজেদের অন্যান্য আনুসঙ্গিক নিজেরাই বয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বাস করেন, ‘পৃথিবীতে যাহা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’

এ নিয়ে ঢাকাভিত্তিক সমতট মুক্ত স্কাউট গ্রুপের সদস্য রুহি ঢাকাটাইমসকে বলেন,‘তরুণদের পাশাপাশি স্কাউটিংয়ের মেয়েরাও ভালো করছে। মেয়েরা ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে মানবসেবায় নিজেদের নিয়োজিত করছেন।

অষ্টাদশ রোভার মুটে মেয়েদের ৩৮টি দল রোভার পল্লীর দুটি আবাসনে অবস্থান করছে। ৩০৪ জন তরুণী স্কাউট এবং ৩৮ জন আরএসএল (রোভার স্কাউট লিডার) মহিলা শিক্ষক এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। আজ দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে অষ্টাদশ রোভার মুট ২০১৭। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ২:৪৫ অপরাহ্ণ