১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানায় অভিযান আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ইয়াবা তৈরির কারখানার অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।এসময় প্রায় ১০০ কেজি ইয়াবা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কারখানাটিতে দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ