১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

বগুড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার গোয়েন্দা পুলিশ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শহিদুল স্ত্রী সন্তানসহ মাইক্রোবাস নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এসে বগুড়াসহ পুরো উত্তরাঞ্চলে সরবরাহ করে আসছিল। এরা হলেন- বগুড়া সদরের শশীবদনী পূর্ব পাড়ার আব্দুস সাত্তার আকন্দের ছেলে মো. শহিদুল ইসলাম (২৭), তার ছোট ভাই কামরুল হাসান (১৯) ও শহিদুলের স্ত্রী মোছা. মুক্তা বেগম ওরফে খুকি (২২)।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বগুড়া পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান (পদন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) বলেন, বগুড়ায় এক সাথে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনা এটাই প্রথম। চলতি মাসেই সর্বমোট ৩০ হাজার ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ।

তিনি জানান, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নিয়ে বগুড়া পুলিশ মাদক বিরোধী কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বগুড়ার কাহালু থানার মহেশপুর থেকে ইয়াবা ব্যবসায়ী শহিদুলসহ ৩ জনকে সোমবার রাত সাড়ে ১০টায় গ্রেফতার করা হয়।

বগুড়ার গোয়েন্দা পুলিশ তার উপর নজর রেখে কাহালু’র আব্দুর রশিদের বাড়ির পাশ থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শহিদুলের সাথে কথা বললে সে জানায়, বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে স্থান পরিবর্তন করে ইয়াবা ব্যবসা করে আসছে। এক সময় তিনি একটি এনজিও পরিচালনা করতো। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ৩:২৫ অপরাহ্ণ