২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৯

শিক্ষামন্ত্রী দুর্নীতিকেই উৎসাহিত করছে : ড. সৈয়দ আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী সহনীয় পর্যায়ের দুর্নীতি করার কথা না বলে এর পরিবর্তে যদি বলতেন দুর্নীতি সহ্য করা হবে না, দুর্নীতিগ্রস্ত যে কাউকেই আইনের আওতায় আনা হবে, তাহলে দুর্নীতির পথে অন্তত একটা মানসিক প্রতিবন্ধকতা তৈরি হতো। কিন্তু সেটা তো আর হলো না। সামগ্রিক বিচারে আমার মন্তব্য হলো, শিক্ষামন্ত্রীর এই উচ্চারণটি প্রকারন্তরে দুর্নীতিকেই উৎসাহিত করছে। সাংবাদিকদের সাথে আলাপকালে বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. সৈয়দ আনোয়ার হোসেন এই সব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের দুইটি দিক রয়েছে। একটি হচ্ছে, বাস্তব দিক, আরেকটি হচ্ছে নৈয়ায়িক দিক। বাস্তব দিকটা হচ্ছে, দুর্নীতি মানব সমাজে প্রাচীনকাল থেকেই আছে, এটা নির্মূল করা যায় না, নিয়ন্ত্রন করা যায় যথাযথ প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে। সেই কারণেই হয়তে শিক্ষামন্ত্রী বলেছেন, সহনীয় পর্যায়ে। তিনি জানেন, দুর্নীতি নির্মূল করা যাবে না। আর নৈয়ায়িক দিকটি হচ্ছে, তিনি যখন বলেছেন, সহনীয় পর্যায়ে দুর্নীতি করার, তখন সহনীয় পর্যায়ের মাত্রা তিনি নির্দিষ্ট করতে পারেননি, এটা কেউ পারবেও না। এখন কোনো পর্যায়ের দুর্নীতি হলে তা সহনীয় পর্যায় হবে, এ সম্পর্কে তো আর কোনো দিক নির্দেশনা থাকছে না। এখন এর অর্থটা দাঁড়াচ্ছে, দুর্নীতি করার এক প্রকার নিঃসংকোচই দেওয়া হলো এ বক্তব্যের মধ্য দিয়ে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ১২:৫৬ অপরাহ্ণ