১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

রংপুর সিটি, এরশাদকে সরকারের ‘উপহার’

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভোট কমেছে, বেড়েছে বিএনপির। দ্বিতীয় হচ্ছে রংপুরে ভাই-বোনের একটা নির্বাচন হয়েছে। বিএনপিকে ঠেকানোর জন্য তারা ওখানে পাতানো খেলা খেলেছে। আওয়ামী লীগের প্রার্থী বলেছেন, আমি এখন মুখ খুলব না, বোবা হয়ে গেছি। এটা প্রমাণ করল যে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা নেই।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আমরা আশঙ্কার মধ্যে আছি সুষ্ঠু হবে কিনা। আমাদের ধারণা এই নির্বাচনেও সরকার পক্ষ মেকানিজম করবে। মানুষকে জুলুম-অত্যাচার-নির্যাতন করবে। সরকার তো নির্যাতন করেই টিকে আছে। নির্যাতন ও লুটপাটের সকল প্রকার রেকর্ড তারা ভঙ্গ করেছে।
এরশাদ বলছেন, এবার আর তিনি জোট করবেন না, আলাদা থাকবেন। আলাদাভাবে নির্বাচন করবেন। জোটে রাখার জন্য এরশাদকে ‘উপহার’ হিসেবে আওয়ামী লীগ সিটটি ছেড়ে দিয়েছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচন এরশাদের জন্য সরকারের ‘উপহার’ সরূপ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ