১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

শ্রীলঙ্কার বিপক্ষে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সুজন

স্পোর্টস ডেস্ক:

আগামী মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে ত্রিদেশীয় সিরিজ। কিন্তু এর আগেই কোচের পদ ছেড়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। স্বল্প সময়ে কোনো কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ। ফলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সুজন।

এর আগেই বাংলাদেশ দলকে জেমি সিডন্সের আমলে সহকারী কোচ ছিলেন তিনি। তবে পরবর্তীতে সরে দাঁড়ান। এছাড়াও দীর্ঘদিন থেকেই বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে নিযুক্ত আছেন তিনি। যে পদেই থাকেন নিজের কাজটা শতভাগ শততা দিয়েই করা চেষ্টা করেন বলে জানালেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।

সুজনের ভাষায়, ‘একরমভাবে যদি বলা হয়- হেড কোচ নাই এই সিরিজে, কিন্তু দায়িত্বটা ওইরকমই হবে। হয়তোবা কোচের পরিবর্তে নামটা পরিবর্তন হবে, টেকনিক্যাল ডিরেক্টর হবে। কাজটা ওইরকমই থাকবে।’

 

তিনি বলেন, ‘যখনই আমাকে বাংলাদেশ ক্রিকেটের কোনো দায়িত্ব দেয়া হয়েছে, আমি চেষ্টা করি সেটা ঠিকভাবে করতে। আর আমার কাছে পদ বা রোল সেটা গুরুত্বপূর্ণ না। বাংলাদেশ টিমের জন্য কাজ করি এটাই সবচেয়ে বড় জিনিস। এটা আমার জন্য একটা সুযোগ। আমি এই সুযোগ দুই হাতে লুফে নিব। আমার যতটুকু সামর্থ্য আছে, ক্রিকেট জ্ঞান আছে, কোচিং জ্ঞান আছে সেটা অবশ্যই এই সিরিজে কাজে লাগাব।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে টাইগাররা। বর্তমানে এ দুই প্রতিপক্ষের চেয়ে শক্তিশালী বাংলাদেশ। তাই নতুন দায়িত্ব পেলেও আসন্ন সিরিজে ভালো সাফল্য পাবেন বলেই আশা সুজনের।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ৮:৪১ অপরাহ্ণ