স্পোর্টস ডেস্ক:
সাইফ হাসানের নেতৃত্বে যুব বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে যুব টাইগাররা। এ জন্য ধাপে ধাপে দীর্ঘদিন অনুশীলনের মধ্য দিয়েই কাটিয়েছে আফিফ-সাইফরা। দীর্ঘ পরিকল্পনায় নিজেদের প্রস্তুতির পাঠ সারায় বেশ আত্মবিশ্বাসী যুবারা। তাই যুব বিশ্বকাপে এবার স্বপ্ন পুরনের মিশন বাংলাদেশের। এজন্য ভালোভাবেই হাটতে চায় অনূর্ধ্ব ১৯ দল। যাচ্ছেও আগভাগেই। রাত ১টায় দেশ ছাড়বে জুনিয়র টাইগাররা। ১৩ই জানুয়ারি নিউজিল্যান্ডে পর্দা উঠবে আইসিসি যুব বিশ্বকাপ ক্রিকেটের। আগে গিয়ে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই লক্ষ্য থাকবে যুব টাইগারদের।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশের যুব টাইগারা। অন্য তিন প্রতিপক্ষ- নামিবিয়া, কানাডা এবং ইংল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী দিন আগামী ১৩ই জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবেন সাইফ-আফিফরা, ১৫ তারিখ কানাডার বিপক্ষে আর ১৮ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে যুব টাইগারা।
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এক আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় টাইগার যুবা দল ও দলের কর্মকর্তারা।
দৈনিক দেশজনতা /এন আর