২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

মিয়ানমারে বিশেষ দূত নিয়োগের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক :

 রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধ এবং রোহিঙ্গা নির্যাতন তদন্তে বিশেষ দূত নিয়োগে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। রোববার এ সংক্রান্ত একটি প্রস্তাব সাধারণ পরিষদে পাস হয়েছে।

ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ১২২টি। এর বিপক্ষে ভোট দিয়েছে ১০টি দেশ। এই তালিকায় রয়েছে চীন, রাশিয়া, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম, বেলারুশ, সিরিয়া ও জিম্বাবুয়ে। আর ভোটদানে বিরত ছিল ২৪টি দেশ।

প্রস্তাবটিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তাদের নাগরিকত্ব প্রদান এবং রাখাইনে ত্রাণকর্মীদের অবাধে প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুতেরেসের প্রতি মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাধারণ পরিষদের বাজেট কমিটি মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূতের জন্য বরাদ্দের ব্যাপারে সবুজ সংকেত দেওয়ার পর প্রস্তাবে এ বিষয়টি যুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতন থেকে বাঁচতে গত আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রাখাইনের মুসলমান অধ্যুষিত গ্রামগুলোতে এখনো নির্যাতন চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ৭:৩৫ অপরাহ্ণ