২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৪

ফিল্ম ক্লাবের সম্মাননা পাচ্ছেন তারা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড প্রতিষ্ঠার দুই দশক পূর্তিতে চলচ্চিত্রাঙ্গনের ২০ গুণী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মান জানাবে। মঙ্গলবার এফডিসির ৮নং ফ্লোরে বিকেল ৩টায় সম্মাননা তুলে দেওয়া হবে।

এ আয়োজনে বিশেষ মরণোত্তর পুরস্কার পাচ্ছেন নায়করাজ রাজ্জাক। সাথে আছে ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, সিনিয়র পরিচালক আজিজুর রহমান, আমজাদ হোসেন, সর্বাধিক চলচ্চিত্র গীত রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, নায়িকা ববিতা, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আলমগীর, গায়িকা রুনা লায়লা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম।

আরো আছেন সর্বাধিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আকবর হোসেন পাঠান ফারুক, প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রযোজক মাসুদ পারভেজ, নায়ক আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জল, বাংলা চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যের প্রর্বতক জ্যাম্বস গ্রুপ, সর্বাধিক চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান, প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি. ও উইজার্ড  মিডিয়া ডিরেক্টরি। বিশেষ পুরষ্কার পাচ্ছেন নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও ডি এ তায়েব।

২০ বছরে ফিল্ম ক্লাবের দায়িত্ব পালন করা ৭ প্রেসিডেন্টকে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। অনুষ্ঠানের শেষ পর্বে থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা। এছাড়া সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ সম্পাদিত একটি রঙিন স্যুভিনির প্রকাশ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ৩:১০ অপরাহ্ণ