ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের দশম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনাল খেলতে নামবে পুনে। অন্যদিকে মুম্বাইয়ের চোখ তৃতীয় শিরোপার দিকে। হায়দারাবাদে এই ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
রাইজিং পুনে সুপার জায়ান্টের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল মুম্বাই। সেই ম্যাচ জিতেই ফাইনালে সবার আগে পৌঁছে পুনে। যদিও ফাইনালে ঘুরে ফিরে সেই দলটির মুখোমুখিই হতে হচ্ছে মুম্বাইকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলের এবারের আসরে ফাইনালে পৌঁছেছে মুম্বাই। এ নিয়ে চতুর্থবার ফাইনালের টিকিট কাটলো মুম্বাই।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

