২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২৪

শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শ্যামপুরে লাকি টেক্সটাইল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে। ভিতরে আটকা পড়া লোকদেরও উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, ভোররাত ৪টা ৩০ মিনিটে আমাদের কাছে শ্যামপুরের লাকি টেক্সটাইল মিলে আগুন লাগার খবর আসে। পোস্তাগোলা, সদরঘাট ও আশেপাশের এলাকা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তিনি বলেন, ছয়তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ভবনের ছাদে অন্তত ৩০-৪০ জন আটকা পড়েছে। আগুন নেভানোর কাজ প্রায় শেষের দিকে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ১০:৪৭ পূর্বাহ্ণ