নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০১৮-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন অধ্যাপক আবুল বারকাত। জামালউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ও মোস্তাফিজুর রহমান সরদার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার তিন দিনব্যাপী দ্বি-বার্ষিক সম্মেলনের শেষ দিনে সমিতির এ নির্বাচন হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ২৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৫ জন।
অধ্যাপক বারকাত এর আগে দুইবার অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদকও ছিলেন দুইবার।
সমিতির নির্বাচিত পাঁচজন সহ-সভাপতি হলেন—এ জেড এম সালেহ, অধ্যাপক হান্নানা বেগম, আবদুল হান্নান, মোহাম্মদ আবুল হোসাইন ও এএফএম শরিফুল ইসলাম।
নির্বাচিত দুজন যুগ্ম সম্পাদক হলেন—লিয়াকত হোসেন মোড়ল ও বদরুল মুনির। পাঁচজন সহ-সম্পাদক হলেন—মোজাম্মেল হক, শাহানারা বেগম, মেহেরুন নেছা, নওশাদ মোস্তফা ও শেখ আলী আহমেদ।
এ ছাড়া সদস্যরা হলেন—অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খান, মোহাম্মদ মামুন, সাইদুর রহমান, আলমগীর হোসেন ভূঁইয়া, এস এম রাশিদুল ইসলাম, সৈয়দ এসরারুল হক সোপেন, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি, হাবিবুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনছুর এম ওয়াই চৌধুরী, পার্থ সারথী ঘোষ, সুভাস কুমার সেনগুপ্ত ও নেছার আহমেদ।
উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত অর্থনীতি সমিতির আজীবন সদস্য তিন হাজার ১০ জন। সাধারণ সদস্য ৯৭৩ জন ও ১০৫ জন আছেন সহযোগী সদস্য। এ ছাড়া ১৫ জন রয়েছেন সম্মানিত সদস্য। দেশের সামগ্রিক অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্নেষণ ও বিভিন্ন সুপারিশ করে থাকে সংগঠনটি।
দৈনিক দেশজনতা /এন আর