১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

ইভিএম পদ্ধতিতে কোনো নির্বাচন চাই না: মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণ এটা একটি ষড়যন্ত্র।

আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, আপনারা ফ্রান্সের নির্বাচন দেখেছেন টিভিতে, অন্যান্য দেশেও ব্যালট বাক্সে ব্যালট পেপার দিয়ে মানুষ ভোট দেয়। আমাদের মতো দেশে ইভিএম ইন্ট্রিডিউস করার যারা চিন্তা করছেন, জনগণকে ভোটদানে বিরত রাখার জন্য এবং বঞ্চিত করার জন্য তারা এই ধরনের কৌশল গ্রহণ করেছে। আমরা বিএনপির তরফ থেকে এরই মধ্যে বলেছি, এখনো বলছি, আমরা ইভিএম পদ্ধতি কোনো নির্বাচন চাই না। এই নির্বাচন হবে স্বচ্ছ ব্যালট বাক্সের মধ্যে, ব্যালট পেপার দিয়ে। অবাধে দেশের মানুষ যাতে স্বেচ্ছায় নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দেবে- এই অধিকার নিয়ে যারা ভোট দেবে, সেই ভোট তারা স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারে ফেলবে-এ ধরনের নির্বাচন আমরা দেখতে চাই।

রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি টিচার্স (এগ্রিকালচারাল সায়েন্স) নামক সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। এতে ‘বাংলাদেশে কৃষি ও পল্লী উন্নয়নে প্রেসিডেন্ট জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসএম গোলাম হাফিজ কেনেডী।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের মানুষদের স্বপ্ন দেখিয়ে গেছেন যে, আমাদের দেশ আয়তন কম হতে পারে, কিন্তু আমাদের কৃষক ও আমাদের মাটি এতো শক্তিশালী যে তারা ইচ্ছা করলেই তার দুই-তিন-চার-পাঁচগুন খাদ্য শস্য উৎপাদন করতে পারে এবং আমরা খাদ্য রফতানিও করতে পারি। এই আশাটা শহীদ রাষ্ট্রপতি দিয়ে গিয়েছিলেন, আজকে তার প্রতিফলন আমরা প্রতিটা ক্ষেত্রে পাই।

সংগঠনের সভাপতি অধ্যাপক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, অধ্যাপক শাহ মো. ফারুক, অধ্যাপক সিরাজুল করিম, অধ্যাপক ফারুক হাসান, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক এম এ কুদ্দুস, অধ্যাপক নুরুল আলম, অধ্যাপক সহিদুল ইসলাম, হাসান জাফির তুহিন, অধ্যাপক আবদুল লতিফ, অধ্যাপক শওকত আলী প্রমুখ বক্তব্য দেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২০, ২০১৭ ৬:৫৪ অপরাহ্ণ