২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:০৫

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:

দাম কমানোর ঘোষণা দেওয়ার ১৩ দিনের মাথায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম বেড়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামীকাল সোমবার স্বর্ণের বাড়তি দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সমন্বয় করে দাম বাড়ানো হয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস।

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ৬:৩২ অপরাহ্ণ