২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৮

এই প্রথম মাংসাশী সরিসৃপের সন্ধান

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

এই প্রথম থিবীতে মাংসাশী সরিসৃপের সন্ধান মিললো। সম্প্রতি এক জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছে আন্টার্কটিকায়। বৃহদাকার এক সামুদ্রিক সরীসৃপ। বিজ্ঞানীদের মতে, এই প্রাণীর অস্তিত্ব ছিল প্রায় ১৫০ মিলিয়ন বছর আগে। আন্টার্কটিকার প্রাচীনতম প্রাণী এটিই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘টেকটাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আন্টার্কটিকায় এই জীবাশ্ম আবিষ্কারের মূলে রয়েছেন এক দল আর্জেন্টিনীয় গবেষক। তাদের মতে, জুরাসিক যুগের শেষের দিকে, এক ধরনের মাংসাশী সরীসৃপ ছিল যার চারটি পাখনা থাকত। প্রায় ১২ মিটার দৈর্ঘ্যের এই মাংসাশী প্রজাতির বৈজ্ঞানিক নাম ‘প্লেসিওয়র’।

আন্টার্কটিকার যে জায়গায় ওই জীবাশ্ম পাওয়া গিয়েছে, তাতে বেশ বিস্মিত গবেষকরা। কারণ, ওই জায়গায় যে ধরনের পাথর রয়েছে তা জীবাশ্ম সংরক্ষণের জন্য একেবারেই অনুকূল নয়।

এখনও পর্যন্ত আর কোনও তথ্য জানা যায়নি সদ্য আবিষ্কৃত এই মাংসাশী সরীসৃপ সম্পর্কে। প্রসঙ্গত, প্লেসিওয়র ঘরানার প্রাচীনতম জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল জার্মানিতে, ২০১৩ সালে।

মার্কিন মুল্লুকের লক নেস হ্রদের মূল খ্যাতি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ঠিক নয়। তাতে বাসরত এক রহস্যময় প্রাণীকে ঘিরে। যাকে, এ বছর নয়বার দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। মনে করা হচ্ছে, এই প্রাণীটিও ‘প্লেসিওয়র’ প্রজাতির। ফলে, এমনটা মনে করার কোনও কারণ নেই যে মাংসাশী সরীসৃপ একেবারে অবলুপ্ত হয়ে গিয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ