১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

বিএনপিতে কোনো মতানৈক্য নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতাদের মধ্যে অন্তর্কোন্দল রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্য নাকোচ করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপিতে কোনো মতানৈক্য নেই। দল ইউনাইটেড। ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে। খালেদা জিয়া তাদের দলের চেয়ারপারসন আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাদের নেতৃত্বেই দল চলছে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি’র বর্ধিত সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রংপুর নির্বাচনে বিএনপি’র ভোট বেড়েছে আর আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। জনগন আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শহরের হাওলাদার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদ আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৪:১৫ অপরাহ্ণ