১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

সরবরাহ বাড়লেও সবজির দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক:

শীতে বাজারে নতুন নতুন সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়লেও দাম রয়েছে অপরিবর্তিত। শুক্রবার রাজধানীর শনির আখড়া ও যাত্রাবাড়ী সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে প্রকার ভেদে ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, পেঁয়াজ কালি ৪০ টাকা কেজি, শিম ৪০ টাকা, শালগম ৪৫ টাকা কেজি, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গজর প্রতিকেজি ৮০ টাকা, শসা ৪০ টাকা, লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। কাঁচা মরিচ ৮০ টাকা, ধনে পাতা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহের সঙ্গে সঙ্গতি রেখে বাজারে পণ্য মূল্যের দাম কমছে না। কারণ, পরিবহন ব্যয় আগের তুলনায় বেড়েছে। তারা আরো জানান, চলতি বছরের অধিকাংশ সময় বৃষ্টি-বন্যা অব্যাহত থাকায় বাজারে সবজির দাম ছিল চড়া। সেই সংকট এখনো রয়েছে, যার ফলে দামে খুব একটা পরিবর্তন আসছে না।

এদিকে, বাজারে করলা ৫০ টাকা কেজি, ঝিঙা ৫০ টাকায়, পেঁপে ২৫ টাকায়, কচুর লতি কেজি ৫০ টাকা, টমেটো ১২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৩৫ টাকা, কাঁকরোল ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৯ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ দেশি ১২০ টাকা, ভারতীয় ৯০ টাকা, রসুন দেশি ৮০ টাকা এবং আলু ২০ থেকে ২৫ কেজি দামে বিক্রি হচ্ছে।

এদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা, দেশি মুরগি ২২০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৫০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা ও খাসির মাংস ৭২০ থেকে ৭৫০ ট্কায় বিক্রি হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৪:০৪ অপরাহ্ণ