নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর থেকে কোটি টাকা মূল্যের এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মোমিন (৩২) নামের একজনকে আটক করেছে র্যাব- ৫। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ তাকে আটক করা হয়। আটক মোমিন সদর উপজেলার চর দূলভপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
র্যাব- ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, মাদক সম্রাট, ব্যবসায়ী ও চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ছিলো। এরই ধারবাহিকতায় আমরা জানতে পারি হেরোইনের একটি বড় চালান নিয়ে বিক্রির জন্য সদর উপজেলার নরেন্দ্রপুর এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। দ্রুত রাত সাড়ে তিনটার দিকে নরেন্দ্রপুরে অভিযান চালিয়ে একটি কাপড়ের দোকানের সামনে অবস্থান করা মোমিনকে এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
জব্দ করা হেরোইনের মূল্য কোটি টাকার উপরে বলেও জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোমিন দীর্ঘদিন থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ