১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

ফোনের আইএমইআই নম্বর জানা জরুরি

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

সব মোবাইলেই আইএমইআই নম্বর থাকে। ব্যবহারকারীকে সেই নম্বরটি জেনে রাখা জরুরি। আর নম্বরটি কি কাজে লাগে সেটা জানাও জরুরি নইলে আপনাকে নিশ্চিত বিপদে পড়তে হবে। এ কারণে আইএমইআই নম্বরের খুঁটিনাটি জেনে রাখা ভালো।

সব মোবাইলেই ১৫ ডিজিটের একটি ইউনিক নম্বর থাকে। বিশ্বের যেকোনো ফোনকে আলাদা করে চিহ্নিত করতে ব্যবহৃত হয় এই নম্বর।

আইএমইআই- এর পুরো অর্থ হল দ্য ইন্টারন্যাশানাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেনটিটি। ডুয়েল সিম-এর ফোনে দুটি করে থাকে।

ফোনের বাক্সের গায়ে বা ফোনের ভেতরে লেখা থাকে এই নম্বর। তবে *#০৬# ডায়াল করেও আপনি জেনে নিতে পারেন আপনার ফোনের আইএমইআই নম্বর।

সাধারণত হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে তা চিহ্নিত করতে বা সেটিকে ব্লক করতে কাজে লাগে এই আইএমইআই নম্বর।

হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন ব্লক করতে হলে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে আপনার মোবাইল নম্বর আর আইএমইআই নম্বর জানাতে হবে। তারপর সেটিকে ব্লক করতে অনুরোধ পাঠালেই ব্লক হয়ে যাবে আপনার মোবাইল ফোনটি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ