১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

নাটোরে প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে আরজ আলী (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আশরাফুল ইসলামের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরজ আলী মোহর কয়া গ্রামের মৃত সোবহান আলীর ছেলে।

লালপুর থানার উপ-পরিদর্শক সুকোমল সরকার বলেন, ‘উপজেলার মোহরকয়া গ্রামের আরজ আলীর সাথে তার প্রতিবেশী ফরিদ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামের পূর্ব থেকেই বিরোধ ছিল। সকালে আরজ আলী খেজুর গাছ থেকে রস নামিয়ে বাড়ি ফেরার সময় আশরাফুল ইসলাম তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশ পাশের লোকজন এসে আরজ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরজ আলীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠান।’ আশরাফুলকে আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ১০:৩২ পূর্বাহ্ণ