২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৭

শাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৬ ও ২৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিটে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৬ ডিসেম্বর ও ‘এ’ ইউনিটে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিটের গ্রুপ-১-এর অপেক্ষমাণ তালিকা থেকে ১ থেকে ৮২২,  গ্রুপ-২ এ ১-১৫ জনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।

একই ইউনিটের গ্রুপ-১-এর কোটায় অপেক্ষমাণ তালিকা থেকে মুক্তিযোদ্ধা ১-১৫, প্রতিবন্ধী ১-২, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তা (উপজাতি) ১-৪, এবং গ্রুপ-২-এর মুক্তিযোদ্ধা কোটার প্রথমজনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।

অন্যদিকে ২৭ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটে অপেক্ষমাণ তালিকায় বিজ্ঞানের ১-২২০, মানবিকের ১-৩৯ এবং বাণিজ্যের অপেক্ষমাণ তালিকার ১-১৫ পর্যন্ত শিক্ষার্থীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২২, ২০১৭ ৭:০৩ অপরাহ্ণ