১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

আওয়ামী লীগের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতা-কর্মীদের কোনোও বিশ্রাম নেই উল্লেখ করে দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিলে দেশের যে উন্নয়ন হয় তা জনগণের কাছে তুলে ধরুন। শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষমতা হচ্ছে দায়িত্ব পালনের একটা সুযোগ। আমরা সে সুযোগ পেয়েছি। প্রত্যেকটি সময় আমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। এর আগে কোনো বিশ্রাম নেই।

শেখ হাসিনার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হয়। সভায় সারাদেশ থেকে অাসা জেলা অাওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য গবেষণা ও দফতর সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়া অাওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন

আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরাই দলকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্র থেকে দেশের উন্নয়নে নেওয়া কোনো পদক্ষেপ বাস্তবায়নে যাতে অনিয়ম না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, নৌকা জনগণের মার্কা। আওয়ামী লীগের উন্নয়ন গাঁথা মানুষের কাছে তুলে ধরতে হবে নেতা-কর্মীদের।

এরপর, দলের ঘোষণাপত্রের মোড়ক উন্মোচন করেন সভাপতি। সবশেষ সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে প্রতিটি জেলা ইউনিটের জন্য ল্যাপটপ নেতাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৭ ৪:৫৫ অপরাহ্ণ