স্বাস্থ্য ডেস্ক:
বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মুক্তামনি প্রায় ছয় মাস পর অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী মুক্তামনিকে ছাড়পত্র দেয়া হয়েছে। শুক্রবার সে তার পরিবারের সঙ্গে বাড়ি যাবে।
মুক্তামনির চিকিৎসা এখনো সম্পন্ন হয়নি জানিয়ে সামন্ত লাল বলেন, তাকে (মুক্তামনি) আমরা ফলোআপে রেখেছি। তাকে আবার হাসপাতালে আসতে হবে। হেমানজিওমা রোগে আক্রান্ত মুক্তামনির আর অস্ত্রোপচার দরকার নেই। মুক্তামনি পরিবারের সদস্যরা বাড়ি যেতে চাইছে তাই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
গত ১১ জুলাই মুক্তামনিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে আট সদস্যের টিম মুক্তামনির চিকিৎসা করেছে। তাকে অস্ত্রোপচার করা হয়েছে কয়েক দফা।
দৈনিক দেশজনতা/এন এইচ