২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪২

লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

দৈনিক দেশজনতা ডেস্ক:

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর দেশটির রাজধানী ত্রিপোলিতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দূতাবাসের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির প্রথম পর্বে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। যেখানে দুস্থ, অসুস্থ ও অসহায় অবস্থায় আটকে পড়া ৭৮ জন প্রবাসীর সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করা হয় এবং তাদের ইচ্ছার প্রেক্ষিতে বিনা খরচে দেশে প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। এ ছাড়া প্রায় ১০০ জন প্রবাসী বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

পরে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের সদস্য হওয়ার প্রক্রিয়া এবং সদস্যদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা নিয়ে বিশদভাবে আলোকপাত করেন দূতাবাসের কর্মকর্তা মাধাই চন্দ্র কর্মকার। এরপর কমিউনিটি ও অভিবাসীদের পক্ষ থেকে একে একে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. শাহজালাল, প্রকৌশলী মো. নাসির উদ্দিন ও বেনগাজি প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেইন।

আ স ম আশরাফুল ইসলাম বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ৯:৩০ অপরাহ্ণ