১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

ডাবল সেঞ্চুরির পথে বিজয়-মেহেদী

স্পোর্টস ডেস্ক:

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের ম্যাচে উড়ছে খুলনা বিভাগ। ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রতিপক্ষ ঢাকা মেট্রোপলিটনের চেয়ে ২৫৭ রানে এগিয়ে রয়েছে তারা। ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন এনামুল হক বিজয় ও মেহেদী হাসান। ১৬৭ রান করে অপরাজিত আছেন বিজয়। আর ১৬৮ রান করে অপরাজিত আছেন মেহেদী হাসান।

বিকেএসপিতে গতকাল শুরু হয় ম্যাচটি। প্রথমদিন টস হেরে ব্যাট করতে নামে ঢাকা মেট্রোপলিটন বিভাগ। তারা মাত্র ১১৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। খুলনা বিভাগের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২৪ রান দিয়ে সাতটি উইকেট নেন।

খুলনা বিভাগের ওপেনার সৌম্য সরকার ৩০ রান করে আউট হন। দলীয় ৮৯ রানে তিনি সাজঘরে ফিরেছিলেন। এরপর ২৮১ রানের পার্টনারশিপ গড়ে অপরাজিত থাকেন। আগামীকাল সকালে আবার ব্যাটিংয়ে নামবেন তারা। এই রাউন্ডের মাধ্যমেই এনসিএল টুর্নামেন্টের এবারের আসরের পর্দা নামবে। শিরোপা জয়ের লড়াইয়ে খুলনা বিভাগই এগিয়ে রয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন মেহেদী হাসান। বিপিএলে বল হাতে মাতিয়েছিলেন তিনি। দশ ম্যাচ খেলে নিয়েছিলেন দশটি উইকেট। এবার এনসিএলের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন তরুণ এই অলরাউন্ডার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ৭:০০ অপরাহ্ণ