আন্তর্জাতিক ডেস্ক:
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সিদ্ধান্তটিকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য ‘বিপজ্জনক’ বলে মনে করছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার এক একান্ত বৈঠকে এ ব্যাপারে সম্মত হন তারা। ফিলিস্তিনি-ইসরাইল সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির প্রতিও জোর দেন এই দুই নেতা।
৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। বিভিন্ন দেশ ও নেতাদের কূটনৈতিক আলোচনায়ও এই ইস্যুটি বেশ গুরুত্ব পাচ্ছে। মঙ্গলবার ভ্যাটিকান পোপ ও জর্ডানের বাদশাহর মধ্যেও এই নিয়ে আলোচনা হয়।
রয়টার্স জানায়, মঙ্গলবার ভ্যাটিকান সফরে থাকা জর্ডানি বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে পোপের ২০ মিনিটের একান্ত বৈঠক হয়। বৈঠক শেষে ভ্যাটিকানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই দুই নেতা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি