২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৭
U.S President Donald Trump watches as Turkey's President Recep Tayyip Erdogan departs at the entrance to the West Wing of the White House in Washington, U.S. May 16, 2017. REUTERS/Joshua Roberts TPX IMAGES OF THE DAY - RTX3644G

ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৫ ভাগ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন সিনেটে অবশেষে কর বিল পাস হয়েছে। গতকাল বুধবার সকালে বিলটি সিনেটে উঠলে তা ৫১-৫৮ ভোটে পাস হয়। বিলটি পাসের প্রতিবাদ করে আসছিলেন মধ্যবিত্তরা। কারণ এতে করপোরেট প্রতিষ্ঠানের কর ৩৫ ভাগ থেকে ২১ ভাগ করা হয়েছে।
ব্যক্তিগত কর ৩৭ ভাগ থেকে বাড়িয়ে ৩৯ দশমিক ৬ ভাগ করার প্রস্তাব করা হয়েছে। রিপাবলিকানরা বলছেন, এর ফলে দেশে ব্যবসার প্রসার ঘটবে এবং বিনিয়োগ বাড়বে। এর আগের দিন মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়।
বুধবার আবার প্রতিনিধি পরিষদে বিলটি যাবে। এখানেও বিলটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর প্রেসিডেন্ট অনুমোদন দিলে তা আইনে পরিণত হবে। গত ৩০ বছরে এই প্রথম এ ধরনের কর বিল পাস হলো যা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি সফলতা বলে ধরে নেওয়া হচ্ছে।
ডেমোক্র্যাটরা বলছেন, এর ফলে ধনীরা সুবিধা পাবেন এবং মধ্যবিত্তদের ওপর করের বোঝা চাপবে। এদিকে সিএনএন এক জরিপে জানিয়েছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ ভাগে। গত মার্চে তার জনপ্রিয়তা ছিল ৪৫ ভাগ। গত ১৪ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ১,০০১ জনের ওপর সিএনএন জরিপ পরিচালনা করে।
দৈনিক দেশজনতা/এন আর
প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১১:৪৪ পূর্বাহ্ণ