২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সৌদি আরবে!

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে হাউছিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটিতে ইরানের সরবরাহ করা অস্ত্রের ছাপ আছে বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে এ মন্তব্য করে তিনি।

নিকি হ্যালি বলেন, তেহরানের কর্মকাণ্ড বিশ্বকে একটি বাড়তে থাকা আঞ্চলিক দ্বন্দ্বের গভীরে টেনে নিয়ে যাওয়ার হুমকিতে ফেলছে। মঙ্গলবার রিয়াদের আল ইয়ামামা প্রাসাদের দিকে ছোড়া হাউছিদের পেণাস্ত্রটি রুখে দেয় সৌদি সামরিক বাহিনী। ওই ঘটনায় য়তির কোনো খবর পাওয়া যায়নি। হ্যালি বলেন, ‘আগের হামলাগুলোতে ইরানের সরবরাহ করা যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেগুলোর সব ধরনের ছাপ’ এ ক্ষেপণাস্ত্রেও ছিল।

তিনি আরো বলেন, ‘তেহরান সরকারের অপরাধ উন্মোচনে আমাদের একসাথে কাজ করা দরকার এবং তারা যেন এ বার্তাটি পায়, তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেয়া উচিত। যদি আমরা তা না করি, তাহলে ইরান বিশ্বকে একটি বাড়তে থাকা আঞ্চলিক সহিংসতার গভীরে নিয়ে যাবে।

হ্যালি বলেন, ‘২০১৫ সালে ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি অনুযায়ী তেহরান এ ধরনের ক্ষেপণাস্ত্র কারো কাছেই সরবরাহ করতে পারে না। এটি অস্ত্র চুক্তির চরম লঙ্ঘন। ফলে আমরা ইরানের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করতে পারি।’ ইয়েমেন প্রশ্নে অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় ইরানের বিরুদ্ধে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ