২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৯

সেই দুই শিশুকে সংবর্ধনা দিল রেলওয়ে

অনলাইন ডেস্ক:

দুই শিশু শিহাব ও টিটোনকে সংবর্ধনা দিয়েছে পাকশী রেলওয়ে বিভাগ। ঈশ্বরদীর পাকশীতে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত সোমবার লাল মাফলার দেখিয়ে ট্রেন থামিয়ে দেয় ওই দুই শিশু। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এরই প্রেক্ষিতে আজ বুধবার শিহাব ও টিটোনকে সংবর্ধনা দেওয়া হয়। পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ওই সংবর্ধনার আয়োজন করেন।

শিহাবের বয়স ৬ আর টিটোনের বয়স ৭। উভয়েই রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা গ্রামের বাসিন্দা। ওরা ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। শিহাব পড়ে প্রথম শ্রেণিতে আর টিটোন দ্বিতীয় শ্রেণিতে।

আজ দুপুর সাড়ে ১২টায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা একপ্রেস ট্রেনে চড়ে বাবা-মার সাথে ঈশ্বরদী জংশন স্টেশনে আসেন এই দুই শিশু। এরপরে তারা পাকশী রেলওয়ে বিভাগীয় দপ্তরের আসলে সিহাবুর রহমান (৬) ও লিটন আলী (৭)কে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান রেল কর্মকর্তারা। পরে সংবর্ধনা অনুষ্ঠানে রেলওয়ের বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার তাদের প্রত্যেককে ১৩ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করেন।

এ সময় বক্তব্য রাখেন রেলওয়ের বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার, আড়ানী রেলওয়ে স্টেশনের  সহকারী স্টেশন মাষ্টার মোস্তাফিজুর রহমান নয়ন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী, বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, বিভাগীয় সেতু প্রকৌশলী আরিফুর রহমান, বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী আবু হেনা মোস্তফা আলম, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, রেলওয়ে ঠিকাদার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বাবু, রেল শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল এবং রেলওয়ে ঠিকাদার আনোয়ারুল ইসলামও তাদের দুজনকে ১ হাজার টাকা করে নগদ পুরস্কার দেন। এ ছাড়াও মীর আকতার হোসেন লিমিটেডের পক্ষ থেকে দুই শিশুকে নগদ ৫ হাজার টাকা দেন।

এর আগে গতকাল মঙ্গলবার এই দুই শিশুকে পুরস্কৃত করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজা।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৮:১৯ অপরাহ্ণ