১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

সৌদি আরবের ২২ লাখ কোটি টাকার বাজেট

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি রাজতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা দিল বর্তমান সৌদি সরকার। ভিশন ২০৩০ এর লক্ষ্য সামনে রেখে সৌদি রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করলেন বাদশাহ সালমান। ২০১৮ অর্থবছরের জন্য এ বাজেট ঘোষণা করেছে।

এতে বরাদ্দ করা হয়েছে ৯৭৮ বিলিয়ন সৌদি রিয়াল বা ২১ লাখ ৬২ হাজার ৬১৮ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৫.৬ শতাংশ বেশি। এ বাজেটকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বলে ঘোষণা করেছেন বাদশাহ সালমান।

২০১৭ অর্থবছরে বাজেটে বরাদ্দ ছিল ৯২৬ বিলিয়ন সৌদি রিয়াল। ২০১৭ সালের তুলনায় তা ১২.৫ শতাংশ বেশি (৬৯৬ বিলিয়ন সৌদি রিয়াল)। এ বছর ঘাটতি ধরা হয়েছে ১৯৫ বিলিয়ন রিয়াল।

চলতি বছরে যা ছিল ২৩০ বিলিয়ন। পণ্য ও সেবা থেকে প্রত্যাশিত রাজস্ব আয় ৮৫ বিলিয়ন রিয়াল হবে বলে ধরা হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ২০১৮ সালের বাজেটে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। এসময় তিনি বলেন, নতুন বাজেটের প্রায় ৫০ শতাংশই তেল উৎসের বাইরে থেকে যোগান দেওয়া হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৭:৪১ অপরাহ্ণ