আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোয় সড়ক দুর্ঘনায় বিদেশিসহ অন্তত ১২ পর্যটক নিহত হয়েছে। এ ছাড়া ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক রয়েছে। মঙ্গলবার বাসটি মার্কিন প্রমোদ তরী থেকে পর্যটকদের নিয়ে মেক্সিকোর একটি প্রত্মতাত্ত্বিক স্থানে যাওয়ার সময় উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কুইন্তানা রো রাজ্যের একটি মহাসড়কে এ বাস দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, সুইডেন ও ব্রাজিলের নাগরিক রয়েছে। তবে তাদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছে বা তাদের বয়স কত সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। বাসটিতে ৩১ জন যাত্রী ছিল। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। মেক্সিকো কর্তৃপক্ষ নিহতদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তবে বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, নিহতদের বেশির ভাগই মার্কিন নাগরিক। ওই সূত্র আরো জানায়, আহতদের মধ্যে আটজন মার্কিন, তিনজন ব্রাজিল ও দুইজন সুইডেনের নাগরিক রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি