১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

টেস্ট দলে ডাক পেয়েছেন ডি ভিলিয়ার্স-স্টেইন

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন এবং ভারনন ফিলান্ডার। প্রথম চার দিনের টেস্টে আগামী সপ্তাহে পোর্ট এলিজাবেথে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের প্রোটিয়া দলে ডাক পেয়েছেন তারা।

ফলে প্রায় দুই বছর পর প্রথমবার পূর্ণাঙ্গ শক্তির দল নিয়ে সেন্ট জর্জ পার্কে ২৬-২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। জানুয়ারি মাসে ভারত এবং এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি বিবেচনা করছে প্রোটিয়ারা।

প্রিটোরিয়ায় ২০১৬ সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। তারপর থেকে নিজেই লংগার ভার্সন থেকে দূরে থাকেন তিনি। পক্ষান্তরে কাঁধের বড় ধরনের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে দলে ফিরছেন স্টেইন।

বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড সফরে ইনজুরিতে পড়ে গত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফর মিস করার পর দলে ফিরছেন ফিলান্ডার। পিঠে আঘাতের কারণে প্রাথমিকভাবে অনিশ্চিত হলেও ফাফ ডু প্লেসিস দলের নেতৃত্ব দিবেন।

দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, তিউনিস ডি ব্রুইয়ান, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মহারাজ, আইডেন মার্করাম, মরনে মরকেল, আন্ডিল ফেলুকুইয়াও, ভারনন ফিলান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ১০:৩৬ পূর্বাহ্ণ