নওগাঁ প্রতিবেদক:
নওগাঁর রাণীনগরে একই পরিবারের মা, মেয়ে ও দুই ছেলেকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।তারা হলেন, পশ্চিম বালুভরা গ্রামের মোসলেম খাঁর স্ত্রী মোছা. হেলেনা বেগম (৪৫), মেয়ে মোছা. জ্যোতি (২৫), দুই ছেলে মো. নয়ন (২২) ও মো. রকি (২০)। সোমবার সন্ধ্যার পর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
মা ও মেয়েকে তাদের নিজ বাড়ি থেকে হেরোইন বিক্রি করা অবস্থায় গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে ৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করে। অপর অভিযানে দুই ছেলেকে পশ্চিম বালুভরা ইদগাহ মাঠ থেকে ইয়াবা বিক্রি করা অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছে ৪৫পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
রাণীনগর থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, তারা এলাকাতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

