সিরাজগঞ্জ প্রতিবেদক:
নাশকতার ১৭ মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার আলাউদ্দিন আল আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ধামাইকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বলে জানা গেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা ১৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধামাইকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

