২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৪

ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক:

দায়িত্বে অবহেলা ও ব্যাংক পরিচালনায় ব্যর্থতার দায়ে বেসরকারি ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কার সাহা এ তথ্য জানান। একেএম শামীমের বিরুদ্ধে ঋণ বিতরণ সংক্রান্ত অনিয়মে পরিচালনা পর্ষদকে সহায়তা করার অভিযোগ উঠেছিল।
এ কারণে গত ২৬ নভেম্বর তাকে অপসারণে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী দেয়া ওই নোটিশে সাত দিনের সময় বেঁধে দেয়া হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় গত ১৩ ডিসেম্বর তাকে ডেকে পাঠায় বাংলাদেশের ব্যাংকের স্থায়ী কমিটি। এর পর স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে একেএম শামীমকে অপসারণ করা হয়।
এর আগে গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। এ ছাড়া ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতীকেও পদত্যাগ করতে হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ