২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ১

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের সাফোক এলাকায় মার্কিন বিমানঘাঁটিতে গাড়ি নিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মার্কিন সেনা সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সোমবার বিবিসি এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তার শরীরের নানা জায়গায় কেটে-ছিঁড়ে গেছে। তাকে হেফাজতে নিয়েছে সাফোক পুলিশ। একে ‘গুরুতর ঘটনা’ বলে মন্তব্য করেছে পুলিশ। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে টুইটারে এক বিবৃতিতে সাফোক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশ গোলোযোগের খবর পায়। ঘটনার খবর পেয়ে পুলিশ বিমানঘাঁটি এলাকা ঘিরে ফেলে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।

উল্লেখ্য, সাফোকে আরএএফ মিডেনহল বিমানাঁটির সুরক্ষার দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ ও মার্কিন সশস্ত্র রক্ষী। এই ঘাঁটিতে তিন হাজার ২০০ সামরিক সদস্য রয়েছে। এদের মধ্যে ৪০০ থেকে ৫০০ ব্রিটিশ বেসামরিক কর্মীও রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ১:৫৩ অপরাহ্ণ