১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের চাপায় বাবা নিহত, ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের চাপায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানীজোড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে স্ত্রী শাহনাজ বেগম, ছেলে সাইফুল ইসলাম শুভ ও মেয়ে মীমকে নিয়ে টঙ্গী চেরাগআলী এলাকায় থাকতেন। স্থানীয় “মা টাওয়ার” নামের একটি গার্মেন্টেসের লাইন চিফ হিসেবে চাকরী করতেন তিনি।
মৃত শফিকুলের ছেলে শুভ জানান, শফিকুলের ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাতে সপরিবারে ঢাকার মিন্টু রোডের পুলিশ কনভেনশন সেন্টারে আসছিলেন। গাজীপুর সিটিং সার্ভিস থেকে তারা মগবাজার ফ্লাইওভার ব্রীজের উপরে নামার পর সেখানে একপাশ দাড়িয়ে থাকা অবস্থায় বলাকা ও আরেকটি যাত্রীবাহী বাস প্রতিযোগিতা করে যাচ্ছিলো। এসময় বলাকা বাসটি তাদেরকে ফ্লাইওভার ব্রীজের রেলিংয়ের সাথে চাপা দেয়।
এতে শফিকুলের বুকে চাপা লাগে। এছাড়া তার ছেলে শুভরও ডান পায়ে আঘাত পায়। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ণ