১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

চলতি সপ্তাহে ১৫ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক:

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, আইসিবি ইসলামীক ব্যাংক, ইসলামী ব্যাংক, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইসলামীক ফাইন্যান্স, ট্র্যাস্ট ব্যাংক এবং বিডি ফাইন্যান্স।

তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এই কোম্পানির এজিএম আজ সকাল ১০টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এই কোম্পানির এজিএম আগামী ২১ মে সকাল ১১টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এই কোম্পানির এজিএম আগামী ২২ মে সকাল ১১টায় বেইলী রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের এই কোম্পানির এজিএম আগামী ২২ মে সকাল সাড়ে ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আইসিবি ইসলামীক ব্যাংক লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৩ মে সকাল ১০টায় পান্থপাথের ইউটিসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৩ মে সকাল ১০টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড: পুঁজিবাজারে তালিকাভুক্ত এই বন্ডের এজিএম আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। তবে স্থান সম্পর্কে এখনো জানা যায়নি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৮.৯৪ শতাংশ বার্ষিক লভ্যাংশ দেবে।

জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৩ মে সকাল সাড়ে ১১টায় মহাখালির রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৩ মে সকাল সাড়ে ১০টায় গুলশানের সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৩ মে সকাল ১১টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

উত্তরা ব্যাংক লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৪ মে সকাল ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৪ মে বিকেল ৩টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৪ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৩ শতাংশ নগদ এবং ১১ শতাংশ বোনাস।

ইসলামীক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৪ মে সকাল সাড়ে ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৪ মে সকাল ১১টায় ট্রাস্ট মিলেনায়তনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস।

বিডি ফাইন্যান্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের এই কোম্পানির এজিএম আগামী ২৪ মে সকাল সাড়ে ১০টায় মতিঝিলের বিসিআইসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

দৈনিক দেশজনতা/এমএইচ  /সময়: ১২.৩০

প্রকাশ :মে ২০, ২০১৭ ১২:২৮ অপরাহ্ণ