১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

বড়দিনের আগে এল ক্ল্যাসিকো জয় চান মেসি

স্পোর্টস ডেস্ক:

আগামী ২৩ ডিসেম্বর এল ক্ল্যাসিকো ম্যাচ। আর ২৫ ডিসেম্বর বড়দিন উৎসব। তাই এই ম্যাচে জয় পেয়েই এবারের বড়দিনকে একটু স্পেশাল করতে চান বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। তার কাছে এটি অন্য আর কয়েকটা ম্যাচের মতো নয়। বিশেষ ম্যাচ।

লিওনেল মেসি বলেছেন, ‘এল ক্ল্যাসিকো ম্যাচ সবসময়ের জন্যই স্পেশাল। এই ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। ম্যাচটি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সুতরাং, এই ম্যাচে জয় পেলে তা আলাদা গুরুত্ব পাবে।’

তিনি আরও বলেন, ‘লিগে এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। কিন্তু জয় দিয়ে বছর শেষ করতে পারলে ভালো লাগবে। আর এই ম্যাচে জয় পেলে বড়দিনটাও ভালো কাটবে।’

আগামী জুন-জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের আসর। গত আসরের মতো এবারও ফাইনাল খেলতে পারবেন এটা এখনই মনে করছেন না লিওনেল মেসি।

তিনি বলেছেন, ‘প্রথমে আমাদের গ্রুপ পর্ব নিয়ে ভাবতে হবে। এটা খুবই কঠিন। তারপর দেখা যাবে কী হয়।’

ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং রানার আপ দল আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল লিওনেল মেসির দল। আর এবারের বিশ্বকাপই হতে পারে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ১০:২৪ পূর্বাহ্ণ