১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। রবিবার পুলিশ একথা জানায়। ইন্ডিয়ানা রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত ৯ টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যের গভীর বনভূমি এলাকায় এক ইঞ্জিন বিশিষ্ট ছোট্ট বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়, ওই বিমানে থাকা তিন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। এর পাশাপাশি বিমানটিতে থাকা দুই কুকুরের একটি মারা গেছে।
পুলিশ জানায়, বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দ্বিতীয় কুকুরটিকে চিকিৎসা দেয়ার জন্য স্থানীয় একটি পশু চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। তারা নিহতদের পরিচয় প্রকাশ করেনি। বিমানটি মিসৌরির কানসাস নগরী থেকে মেরিল্যান্ডের ফ্রেডিরিকে যাচ্ছিল। এএফপি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৭ ৪:৪৯ অপরাহ্ণ