নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার দুপুরে নগরীর রিমা কনভেনশন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার মারা যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার কুলখানি উপলক্ষে সোমবার নগরীর বিভিন্ন জায়গায় লাখখানেক লোকের মেজবানির আয়োজন করা হয়। রিমা কনভেনশন সেন্টারে মূলত হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য মেজবানির আয়োজন ছিল। সেখানে প্রচণ্ড ভিড়ের কারণে ঘটে এই দুর্ঘটনা।
দুর্ঘটনায় কারা মারা গেছেন তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগের নেতারা হাসপাতালে ভিড় করেছেন। নগরীর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেয়া চেষ্টা করে যাচ্ছে।
দৈনিক দেশজনতা /এমএইচ