২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৫

বেরোবিতে ভর্তি জালিয়াতি সম্পৃক্ততায় দুই ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি জালিয়াতিতে সম্পৃক্ততার সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার বিকাল ৩টায় প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সন্দেহজনক ঘোরাফেরা অবস্থায় তাদের আটক করে বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদি হাসান সজল রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অন্যজন মোস্তফা বিন ইসমাইল রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে পরিচয় দেন। পুলিশ সূত্রে জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে প্রক্সি পরীক্ষার দায়ে বিভিন্ন ইউনিটের ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ আরও দুইজনকে আটক করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) ড. আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম বলেন, ‘আটকের বিষয়টি জেনেছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।’  এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মহিব্বুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ