১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

লেবাননে ব্রিটিশ কূটনীতিককে ধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতে ব্রিটিশ দূতাবাসের এক নারী কর্মকর্তা খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর দুর্বৃত্তরা হত্যা করে তার লাশ সড়কের পাশে ফেলে রেখে যায়। খবর: দ্য নিউ এরাব ও আল-আরাবিয়া এরাবিক। লেবাবন পুলিশ জানিয়েছে, শনিবার একটি ব্যস্ত সড়কের পাশ থেকে কূটনীতিক রেবেকা ডায়েকের লাশ উদ্ধার করা হয়েছে।

ফ্রান্স প্রেসকে এক তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেবেকাকে রাজনৈতিক কোনো কারণে হত্যা করা হয়নি। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রেবেকা ডায়েককে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লেবাননে ব্রিটিশ রাষ্ট্রদূত হুগো সর্টার বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় পুরো দূতাবাস স্তব্ধ ও শোকার্ত। আমরা লেবানন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’ নিহতের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা সাধ্যের সবটুকু দিয়ে হত্যার কারণ জানতে চেষ্টা করবেন। চলতি বছরের জানুয়ারি থেকে রেবেকা ডায়েক আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে বৈরুতে কাজ শুরু করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ