১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

উইম্বলডনে ওয়াইল্ড কার্ড চাইবেন না

স্পোর্টস ডেস্

ডোপ পাপের পর ওয়াইল্ড কার্ড নিয়েই বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলে ফেলেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। আশায় ছিলেন হয়তো ফ্রেঞ্চ ওপেনেও ভাগ্য খুলবে। কিন্তু তাকে হতাশায় ডুবিয়ে সাফ না জানিয়ে দেয় কর্তৃপক্ষ। ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড আর পাওয়া হয়নি মারিয়া শারাপোভার। তাই এবার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন উইম্বলডনে খেলতে। সেখানে ওয়াইল্ড কার্ড ছাড়া বাছাই পর্বেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।সিদ্ধান্তটা যে একরকম জবাব। সেটা নিজের মুখেই জানিয়ে দিয়েছেন শারাপোভা, ‘আমি মূল পর্বে ওয়াইল্ড কার্ডের জন্য আর অনুরোধ করবো না। বাছাই খেলেই চূড়ান্ত পর্বে জায়গা পেতে চাই।’ফ্রেঞ্চ ওপেন তাকে ওয়াইল্ড কার্ড না দেওয়ার পেছনে ব্যাখ্যা দিয়েছিল। আর সেটা ছিল, ‘ইনজুরির জন্য ওয়াইল্ড কার্ড হয়। কিন্তু ডোপ পাপের ওয়াইল্ড কার্ড হয় না।’অনাকাঙ্ক্ষিত সেই ডোপ পাপের জন্য এমন দুর্দিন আসবে, তা হয়তো আগে টের পাননি শারাপোভা। কিন্তু যখন পেয়েই গেলেন, তখন কোর্টেই এর জবাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন।শারাপোভা দীর্ঘ দিন পর ফেরায় এর প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। বর্তমানে আছেন ২১১ নম্বরে। এই অবস্থান মূল পর্বে তাকে জায়গা না দিলেও বাছাই খেলতে দিবে অনায়াসেই।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২০, ২০১৭ ১২:০১ অপরাহ্ণ